বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

লিচুর পায়েস

সহজেই তৈরি করুন লিচুর পায়েস, দেখে নিন রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

গ্রীষ্মকালকে বলা হয় ফল খাওয়ার উপযুক্ত সময়। আম, জাম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় এই সময়ে। পুষ্টিগুণে ভরপুর এই ফলগুলোর মধ্যে বাজারে লিচু খুব অল্প সময়ের জন্য পাওয়া যায়। লিচুতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন সি আছে। ত্বকের যত্নেও লিচু অপরিহার্য। আর এই সুস্বাদু রসালো ফলটি অনেকভাবে খেলেও পায়েস করে খাওয়ার কথা খুব একটা শোনা যায় না। চলুন তাহলে এই সুমিষ্ট ফলটি দিয়ে পায়েস তৈরির রেসিপিটি জেনে নেওয়া যাক।

আরো পড়ুন : সর্ষে ও কলাপাতা ছাড়াই তৈরি হবে ইলিশের পাতুরি!

উপকরণ:

দুধ ১ লিটার, গোবিন্দভোগ চাল ১ কাপ, খোয়া ক্ষীর ২/৩ টেবিল চামচ, কুচি করে কাটা লিচু ৮-১০টি, চিনি স্বাদমতো। এ ছাড়া কাজু, বাদাম, পেস্তা, কিশমিশ কুচি আধা কাপ, এলাচ দুটি ও তেজপাতা দুটি।

পদ্ধতি:

প্রথমে মাঝারি আঁচে একটি প্যানে দুধ ভালোভাবে ফুটিয়ে নিন। দুধ ফুটে ঘন হয়ে এলে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিন। চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। চাল সেদ্ধ হয়ে এলে এলাচ গুঁড়া ও তেজপাতা দিন। কিছুক্ষণ রান্না করার পর কুচি করে রাখা লিচু দিন। এরপর খোয়া ক্ষীর ও স্বাদমতো চিনি দিয়ে নাড়তে থাকুন।

পায়েস ঘন হয়ে এলে পাত্রে ঢেলে নিন। ওপরে কাজুবাদাম, কিশমিশ, পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার লিচুর পায়েস।

এস/ আই.কে.জে/

লিচুর পায়েস লিচুর পায়েস রেসিপি মিষ্টান্ন সুস্বাদু রেসিপি সহজ রেসিপি ঘরে তৈরি পায়েস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন